
জঙ্গি দমনে পাক-জঙ্গি ঘাঁটিতে হামলা কথা বড় দেশগুলোকে আগেই জানিয়েছিল ভারত
জঙ্গি দমনে কড়া পদক্ষেপ করা হবে ৷ গুঁড়িয়ে দেওয়া হবে পাকিস্তানের সব জঙ্গিঘাঁটি ৷ পহেলগাঁও হামলার পর আমেরিকা-সহ বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ দেশকে তা স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত ! দুই দেশের সমঝোতার পর এবার তা নিশ্চিত সরকারি সূত্র ৷ রবিবার এক সরকারি সূত্র দাবি করেছে, 7 মে অপারেশন সিঁদুর সংগঠিত করার পর বিশ্বের একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করে ভারত ৷ পাকিস্তানের প্রতিটি সামরিক পদক্ষেপের জবাব উপযুক্ত, জোরালো ও সিদ্ধান্তমূলক হবে বলেও জানায় নয়াদিল্লি ৷ এমনকী, গত 9 মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে কথোপকথনে একই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরকারি সূত্রের দাবি, দুই দেশের উত্তেজনা বাড়তে দেখে প্রধানমন্ত্রীকে ফোন করেন ভান্স ৷ কথোপকথনে মোদি জানান, আরও শক্তিশালী ও ধ্বংসাত্মকভাবে পাক হামলার জবাব দেওয়া হবে ৷ সূত্রের কথায়, “22 এপ্রিল পহেলগাঁও হামলার পর প্রতিটি বক্তব্যে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আর নয় ৷ এবার আমরা সন্ত্রাসদমনে কড়া পদক্ষেপ করব ৷ এবার একটা হেস্তনেস্ত করা হবে ৷ তারা (পাকিস্তান) হামলা করলে আমরাও করব ৷ তারা (পাকিস্তান) হামলা বন্ধ করলে আমরাও বন্ধ করে দেব ৷” হামলার পর উদ্বিগ্ন প্রতিটি দেশের সঙ্গে কথোপকথনে এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছিল ভারতের তরফে বলে দাবি সরকারি সূত্রের ৷ সূত্রের দাবি, প্রথমে ভান্সের সমস্ত কথা মন দিয়ে শোনেন প্রধানমন্ত্রী ৷ তারপর উত্তরে তিনি বলেন, “পাকিস্তান কিছু করলে, নিশ্চিত থাকুন তার জবাবে আমাদের আক্রমণ আরও বেশি জোরালো হবে ৷ তাদেরকে জবাব দেওয়ার সময় এসেছে ৷” সরকারি সূত্রের দাবি, পহেলগাঁওয়ের পর 9-10 মে রাতে উধমপুর, পাঠানকোট এবং আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান ৷ জবাবে পাকিস্তানের উপর হামলা আরও জোরালো করে ভারত ৷ পাক সেনার গুরুত্বপূর্ণ 8টি ঘাঁটিতে আক্রমণ করে নয়াদিল্লি ৷ ধ্বংস করে দেওয়া হয় পাক সেনার এয়ার ডিফেন্স সিস্টেম, ব়্যাডার সাইট এবং কমান্ড সেন্টার ৷ শনিবার সকালে রাফিকি, মুরিদ, চাকালা, রহিম আর খান, সুক্কুর এবং চুনিয়নে অবস্থিত পাক সেনাঘাঁটিতে পাল্টা আক্রমণ করে ভারত ৷ বিপুল ক্ষতি হয় পাসরুরের ব়্যাডার সাইট ও শিয়ালকোট বায়ুসেনা ঘাঁটি ৷