
ট্রলি ব্যাগে নাবালকের দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার মা ও তার প্রেমিক
নৃশংস ঘটনার সাক্ষী থাকল গুয়াহাটি ৷ ১১ মে যখন সকলে তাদের মায়ের প্রতি কৃতজ্ঞতা, স্নেহ প্রকাশের জন্য মাতৃদিবস উদযাপন করছিল, তখনই গুয়াহাটিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় ৷ যা কেবল রাজ্যকেই নাড়া দেয়নি, বরং মাতৃত্বকেও প্রশ্নের মুখে ফেলেছে ৷ জানা গিয়েছে, গুয়াহাটির বশিষ্ঠ মন্দির এলাকার কাছে একটি ঝোপে ১০ বছর বয়সি একটি ছেলের মৃতদেহ পাওয়া যায় ৷ ঘটনার তদন্তে নেমে হত্যা এক মহিলা এবং তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ । ওই মহিলা নিজেই তার ছেলেকে খুন করে ঝোপে ফেলে দিয়েছে বলে খবর ৷ রবিবার বশিষ্ঠের ইন্দিরা নগর এলাকার একটি পুরনো ডাম্পিং জোনে গুয়াহাটি পুর কর্পোরেশনের ঝাড়ুদাররা ট্রলি ব্যাগে নাবালকের মৃতদেহ দেখতে পায় প্রথমে ৷ এরপরই এই ভয়াবহ ঘটনাটি সামনে আসে ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম দীপালি রাজবংশী এবং তার প্রেমিক জ্যোতির্ময় হালোই । পুলিশের মতে, শনিবার সন্ধ্যায় তারা দু’জনেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে । সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে, ডিসিপি (গুয়াহাটি পূর্ব) মৃণাল ডেকা জানান, ওই মহিলা শনিবার দিসপুর থানায় নিখোঁজ ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন ৷ দাবি করেছেন যে, তার ছেলে তার টিউশন ক্লাস থেকে বাড়ি ফিরে আসেনি। তবে, তার সন্দেহজনক আচরণের কারণে পুলিশ ঘটনাটিকে কেবল একটি নিখোঁজ ঘটনা হিসেবেই বিবেচনা করে । ডিসিপি ডেকা আরও বলেন, “জিজ্ঞাসাবাদের সময়, ওই মহিলার প্রেমিক স্বীকার করেছে গোটা ঘটনার কথা ৷ আমাদের সেই স্থানেও নিয়ে যায় যেখানে ছেলেটির মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল ৷” ঘটনাস্থল থেকে নাবালকের স্কুল ব্যাগও উদ্ধার করা হয়েছে, যা ষড়যন্ত্রের প্রমাণ দেয় । ডিসিপি জানিয়েছেন যে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে, যদিও সঠিক উদ্দেশ্য এখনও তদন্তাধীন । রাজবংশী এবং হালোই উভয় সন্দেহভাজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তীব্র জিজ্ঞাসাবাদ চলছে।