
ভারত-পাক আলোচনার আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক
ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির পর দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা সোমবার। তার আগে দিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার ৭, লোককল্যাণ মার্গের ওই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব বিক্রম মিস্রী এবং ভারতের তিন সেনাবাহিনীর প্রধানেরা বৈঠকে ছিলেন। তাঁদের সঙ্গে দীর্ঘ ক্ষণ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। সোমবার বেলা ১২টা নাগাদ ভারত এবং পাকিস্তানের ডিজিএমও-র ‘হটলাইনে’ আলোচনার কথা ছিল। এখনও সেই আলোচনা সম্পর্কে কোনও তথ্য মেলেনি। বেলা আড়াইটে নাগাদ প্রতিরক্ষা মন্ত্রক সাংবাদিক বৈঠক করবে বলে জানিয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন এয়ার চিফ মার্শাল এপি সিংহ, আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান দীনেশ কে ত্রিপাঠী। মনে করা হচ্ছে, ডিজিএমও বৈঠকে কী আলোচনা হবে, ভারতের অবস্থান কী হবে, প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে তা নিয়ে কথা হয়েছে।