
যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে জম্মু-শ্রীনগর-অমৃতসর সহ দেশের ৬টি বিমানবন্দরে উড়ান বাতিল করল ইন্ডিগো
ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের 6টি বিমানবন্দরে পরিষেবা বাতিলের কথা জানাল ইন্ডিগো কর্তৃপক্ষ ৷ যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷ তাই আজ (মঙ্গলবার) জম্মু-অমৃতসর-চণ্ডীগড়-লেহ-শ্রীনগর-রাজকোটে ইন্ডিগোর বিমান বাতিল করা হয়েছে ৷ গতকাল (সোমবার) রাতে বিবৃতি দিয়ে ইন্ডিগো উড়ান সংস্থা এক্স পোস্টে লিখেছে, “এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের সব উড়ান বাতিল করা হয়েছে।” উল্লেখ্য, যে বিমানবন্দরগুলির জন্য ফ্লাইট বাতিল করা হয়েছে, সেগুলি সবই এমন এলাকা যেগুলি কয়েক’দিন ধরে সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার ভোররাত থেকে পরিস্থিতি স্বাভাবিকের পথে এগোনোয় সোমবার এগুলি খুলে দেওয়া হয় ৷ কিন্তু এদিন রাতেই ফের সিদ্ধান্ত বদলের কথা জানায় ইন্ডিগো কর্তৃপক্ষ ৷