ভারতের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে ১৮ মে উৎক্ষেপণ EOS-09, মহাকাশ থেকে নজর রাখবে ইসরো

পাকিস্তানের গতিবিধি সম্পর্কে নজর রাখতে EOS-09 কে মহাকাশে পাঠাচ্ছে ইসরো। এবার মহাকাশ থেকেই পাকিস্তানকে নজরে রাখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন।ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ১৮ মে EOS-09 উৎক্ষেপণ করবে ইসরো। এই কৃত্রিম উপগ্রহটি শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান থেকে মহাকাশ কেন্দ্র থেকে এই নতুন কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে।ভারত পাক উত্তেজনা আবহে প্রতি মুহূর্তে ভারতের পাশে থেকেছে ইসরো। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি মুহূর্তে সাহায্য করে গেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো বিস্তর তথ্য দিয়ে ভারতীয় সেনা সাহায্য করে গেছে। এবার সেই আবহেই কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো।

এই নতুন কৃত্রিম উপগ্রহটি পৃথিবী প্রদক্ষিণ করবে। যেকোনও পরিস্থিতিতে ভূপৃষ্ঠের সঠিক স্পষ্ট ছবি তুলতে সক্ষম। আকাশে মেঘ থাক, বা রাত-দিন হোক যেকোনও পরিস্থিতিতে কাজ করবে, স্পষ্ট ছবি তুলবে  EOS-09 বা RISAT-1B।ইসরো সূত্রে খবর, স্বচ্ছ ছবি তুলতে এই কৃত্রিম উপগ্রহকে সাহায্য করবে সি ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার র‌্যাডার সিস্টেম।বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারত পাক উত্তেজনার আবহে ভারতের নিরাপত্তা জোরদার করতে সর্বক্ষণের সঙ্গী ইসরো। এই কৃত্রিম উপগ্রহ EOS-09 একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এর আগে RISAT স্যাটেলাইট পাঠিয়েছিল ইসরো। এমনকি, তাদের পাঠানো RISAT-2 ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

error: Content is protected !!