সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বি আর গাভাই

দেশের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই । আজ বুধবার রাষ্ট্রপতি ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে এই মর্মে শপথবাক্য পাঠ করান । গতকাল ৬৫ বছর বয়সে অবসর নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ৷ আজ তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন বিচারপতি গাভাই ৷তিনিই হলেন বৌদ্ধ ধর্মাবলম্বী ও দলিত সম্প্রদায়ের দ্বিতীয় ব্যক্তি যিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন ৷ এর আগে ২০০৭ সালে বিচারপতি কেজি বালকৃষ্ণণ প্রথম দলিত সম্প্রদায় হিসেবে দেশের সর্বোচ্চ বিচারকের পদে অধিষ্ঠিত হয়েছিলেন । এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার আগেই অবশ্য তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, অবসরের পর আর কোনও নতুন পদ বা দায়িত্ব গ্রহণ করবেন না ।

error: Content is protected !!