
২০দিন পর রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরাল পাকিস্তান
২০ দিন পর দেশে ফিরলেন পাকিস্তানে আটকে থাকা রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ৷ আজ বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয় । বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স ৷ এতদিন পর জওয়ানকে ফিরে পেয়ে স্বস্তিতে রিষড়ার সাউ পরিবার ৷ কেন্দ্র ও বিএসএফকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা ৷ কনস্টেবল পূর্ণম ২৩ এপ্রিল ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন ৷ সেদিন পাক রেঞ্জার্স তাকে আটক করে । অবশেষে ২০ দিন পর তিনি দেশে ফিরলেন ৷ এই বিষয়ে বিএসএফের একজন মুখপাত্র জানান যে, জওয়ান পূর্ণমকে দেশে ফেরানোর হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এবং প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসারে সম্পন্ন হয়েছে । পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে নিয়মিত গুরুত্বপূর্ণ বৈঠক এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিএসএফের ধারাবাহিক প্রচেষ্টার ফলে বিএসএফ কনস্টেবলকে ফেরানো সম্ভব হয়েছে ।
