বিহার থেকে দিল্লিগামী চলন্ত বাসে আগুন, দগ্ধে মৃত্যু দুই শিশু সহ ৫ যাত্রীর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগীর 

৮০ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে আচমকা আগুন বিহার থেকে দিল্লিগামী বাসে ৷ আজ (বৃহস্পতিবার) ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকায় ৷ তাতেই ঝলসে প্রাণ যায় বছর তিন ও দুই বছরের দুই শিশু-সহ ৫ জনের ৷ আগুন লেগেছে টের পেতেই বাস চালক থেকে কন্ডাক্টর ও বেশ কিছু যাত্রীরা বাস থেকে লাফ দেন ৷ দরজা বন্ধ থাকায় অনেকেই জানলার কাচ ভেঙে বেরোতে চেষ্টা করেন ৷ কিন্তু বাসের ভিতরে তখন ঘুমিয়ে পড়েছিল দুই শিশু, দুই মহিলা ও এক পুরুষ ৷ টের না-পাওয়ায় দগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের ৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । বাসটি পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে ৷ পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

error: Content is protected !!