নতুন সাউথ পয়েন্ট স্কুল: স্বপ্নের ক্যাম্পাসের পথে অগ্রযাত্রা

দীর্ঘদিন ধরে অপেক্ষা ও আলোচনার পর অবশেষে নতুন সাউথ পয়েন্ট স্কুলের নির্মাণ কাজ আবার শুরু হয়েছে। এটি শুধুমাত্র একটি ভবন নয়, বরং একটি স্বপ্ন, যেটা বহু ছাত্র, শিক্ষক ও অভিভাবকের বহুদিনের প্রত্যাশা। দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে নির্মিত হচ্ছে এই আধুনিক ক্যাম্পাস, যা শিক্ষার দিক থেকে এক নতুন দিগন্তের সূচনা করবে।প্রথমে কাজ শুরু হলেও নানা প্রশাসনিক ও কারিগরি জটিলতায় তা বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো আর শুরুই হবে না। তবে শেষমেশ সেই গুজব ভুল প্রমাণ করে আবার গড়ে উঠছে নতুন ভবনের ইট-পাথর। এলাকাবাসীর মধ্যেও এ নিয়ে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে।এই নতুন ক্যাম্পাসে থাকছে আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, অডিটোরিয়াম, গ্রন্থাগার, খেলাধুলার জন্য ইনডোর ও আউটডোর ব্যবস্থা—সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ শিক্ষার পরিসর। এতদিনের পুরনো ভবনে স্থান সংকুলানের সমস্যা থাকলেও, এই নতুন স্কুল প্রাঙ্গণে সেই সমস্যা আর থাকবে না।এই প্রকল্প শুধু সাউথ পয়েন্ট পরিবারের জন্য নয়, সমগ্র কলকাতার শিক্ষা পরিকাঠামোর জন্য এক বড় মাইলফলক হতে চলেছে। শিক্ষার্থীরা আরও মনোযোগ সহকারে, আরও বিস্তৃত সুযোগ-সুবিধা নিয়ে পড়াশোনা করতে পারবে।অনেকদিন পরে হলেও, কাজ আবার শুরু হওয়ায় স্কুলের সঙ্গে যুক্ত সকলের মুখে এখন একটাই কথা—”অবশেষে স্বপ্ন সত্যি হতে চলেছে।”

error: Content is protected !!