
রাজ্যগুলিকে ডোজপিছু ৪০০ টাকায়, ৬০০ টাকায় পাবে বেসরকারি হাসপাতাল, জানাল সেরাম
টিকা কিনতে কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে রাজ্যগুলিকে! সেরাম ইনস্টিটিউট জানালো, তারা রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন বিক্রি করবে ৪০০ টাকায়। কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। অর্থাত্ কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করে রাজ্যগুলিকে কোভিড টিকা কিনতে হবে সেরামের কাছ থেকে। প্রথম দফায় স্রেফ স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধারা টিকা পেয়েছিলেন। এরপর ৬০ বছরের ঊর্ধ্ব প্রবীণ ও ৪৫-এর ঊর্ধ্ব কো-মর্বিডিটি যুক্তদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছিল। এরপর ১ এপ্রিল থেকে ৪৫ ঊর্ধ্ব প্রত্যেকের জন্য ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর সোমবার কেন্দ্রীয় সরকার জানায়, ১৮ বছর বয়স হলেই পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন। যা শুরু হচ্ছে পয়লা মে থেকে। সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, তারা প্রত্যেকটি রাজ্যকে প্রতি ডোজ কোভিশিল্ড টিকা বিক্রি করবে ৪০০ টাকায়। তবে কেন্দ্রকে আগের নির্ধারিত মূল্যে অর্থাত্ ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ টিকা কিনতে হবে ৬০০ টাকায়। সেরামের দাবি, বিদেশের চেয়ে অনেক কম দামেই ভ্যাকসিন দিচ্ছে তারা। তারা জানিয়েছে, বিদেশে প্রতি ডোজ টিকার দাম সাড়ে সাতশো থেকে দেড় হাজার টাকা। কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী, ভ্যাকসিনের অর্ধেক ডোজ কেন্দ্রের জন্য মজুত করে রেখে বাকি অর্ধেক রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির মধ্যে ভাগ করে দিতে হবে।বুধবার সেরামের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী দু’মাসে সীমিত ক্ষমতার বিষয়টি সমাধান করতে আমরা উৎপাদনের মাত্রা বৃদ্ধি করব। আগামিদিনে আমাদের উৎপাদনের ৫০ শতাংশ ভারত সরকারের টিকাকরণ কর্মসূচিতে দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালকে দেওয়া হবে।’
