বীরভূমে ভোটের আগেই অনুব্রতকে তলব সিবিআইয়ের

বৃহস্পতিবার শেষ দফায় নির্বাচন রয়েছে বীরভূমে। তার তিন দিন আগে তৃণমূলের জেলা সভাপতিকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ঠিক কী কারণে তাঁকে ডাকা হয়েছে, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। এই প্রসঙ্গে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাল কেষ্টর বাড়িতে গিয়েছে। কেন ২৭ তারিখ সিবিআই অফিসে যাবেন? কোভিড নিয়ে একটা দলের জেলা সভাপতির বাড়িতে চলে যাচ্ছে। আমি কেষ্টকে বলেছি, একদম যাবি না। নির্বাচনের কাজে বাধা দিতে এজেন্সিকে দিয়ে এসব করাচ্ছে।’

error: Content is protected !!