ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

ফের আজ থেকে বাড়ালো জ্বালানির দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১৪ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ১৭ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে, ৯০ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম হয়েছে ৮৩ টাকা ৭৮ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯০.৯৫ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০.৯১ টাকা।দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ পয়সা ও ডিজেলে প্রতি লিটারে ১৬ পয়সা দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কোনও হেরফের হয়নি বলে জানা গিয়েছে। তবুও কীভাবে ভারতে এত মহার্ঘ পেট্রোল-ডিজেলের সেই বিষয়ে কিছুই জানা যায়নি।

error: Content is protected !!