ফের মুখ্যসচিবকে রাজভবনে তলব

ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের তুঙ্গে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার ভোট পরবর্তী বিক্ষিপ্ত হিংসা রিপোর্ট তলব করায় অস্বস্তি আরও বাড়ছিল। তাই রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে শনিবার সেসব রিপোর্ট নিয়ে সন্ধেবেলা রাজভবনে দেখা করতে বলেন ধনকড়। বাস্তবে দেখা গেল, তাঁর তলব পেয়ে রাজভবনে গিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও পুলিশের ডিজি বীরেন্দ্র। কিন্তু তাঁদের কোনও নথি বা রিপোর্টই নেই! এতে চূড়ান্ত বিরক্ত রাজ্যপাল। পরে টুইট করে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। শনিবার সন্ধেবেলা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্র রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, প্রায় দেড়ঘণ্টা ধরে কথা হয়েছে দু’পক্ষের মধ্যে। কিন্তু তাতে রাজ্যের সামগ্রিক অশান্তির চিত্র তাঁর কাছে স্পষ্ট হয়নি বলেই পরবর্তী সময়ে টুইট করে জানিয়েছেন তিনি। 

https://twitter.com/jdhankhar1/status/1390940212918767616
error: Content is protected !!