
ফের বাড়লো পেট্রোল-ডিজেলের দাম
নয়াদিল্লি : টানা তিন দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ মে মাসেএই নিয়ে সাত বার দাম বাড়ল এই দুই জ্বালানির ৷ পেট্রোল-ডিজেলের দামই প্রতি লিটারে 25 পয়সা করে বেড়েছে ৷ বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই রাজ্যের অধিকৃত তেল কোম্পানিগুলি জ্বালানির দাম পরিবর্তন করে চলেছে ৷
বুধবার পেট্রোলের বর্ধিত দাম
দিল্লি – 92.05 টাকা/লিটার
মুম্বই – 98.36 টাকা/লিটার
চেন্নাই – 93.84 টাকা/লিটার
কলকাতা – 92.16 টাকা/লিটার
ডিজেলের বর্ধিত দাম
দিল্লি – 82.61 টাকা/লিটার
মুম্বই – 89.75 টাকা/লিটার
চেন্নাই – 87.49 টাকা/লিটার
কলকাতা – 85.45 টাকা/লিটার