আগামীদিনে অনলাইনেই সব পৌর পরিষেবাঃ মুখ্যমন্ত্রী

আজ থেকে কলকাতার পৌরভোটের প্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর কলকাতার প্রচারে নেমে দলের প্রার্থীদের সতর্কবার্তা দিলেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, রাস্তাঘাট, জল, আলো-সাধারণ মানুষের এই সমস্যা দেখার দায়িত্ব কাউন্সিলরের । কারও বিপদ হলে কাউন্সিলরকে সবার আগে ছুটে যেতে হবে । যাঁরা দেখতে পারবেন না, তাঁদের কাউন্সিলর হওয়ার দরকার নেই । এদিন পৌরভোটের প্রচারে মমতার বক্তব্যের একটা বড় অংশ জুড়ে ছিল দলীয় কাউন্সিলরদের জন্য শৃঙ্খলা নিয়ে বার্তা । মমতা বন্দ্যোপাধায় বলেন, ‘পরিষ্কার কয়েকটা কথা বলে যাচ্ছি, যাঁরা এলাকার সমস্যা দেখতে পারবেন না, তাঁরা কাউন্সিলর হবেন না।’ একটি ঘটনার উল্লেখ করে তৃণমূল নেত্রীর মন্তব্য, ‘নিজের পাড়া ৭৩ নম্বর ওয়ার্ডে কয়েকদিন আগে বাড়িতে ফিরছিলাম। সেই সময় আমাকে একজন বলেন, দিদি পাইপটা ঠিক হয়নি। আমি কাউন্সিলরকে ফোন করে বলি কীরে এটাও কী আমি দেখব? এবার তাঁকে আর ভোটের টিকিট দিইনি।’ এদিন জনসভায় তিনি বলেন, ‘কোনও জায়গায় কিছু হলেই আগে কাউন্সিলরদের এগিয়ে যেতে হবে।’ প্রসঙ্গত, প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিদের ধমক দিয়েছিলেন মমতা। সেই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি বকার জন্য বলি না, সংশোধন করার জন্য বলি।’ তাঁর সতর্কবার্তা, ‘বাড়ির পারমিশনের জন্য অনেকেই বলেন আমাকে টাকা দিতে হবে, ভুলেও তা করবেন না।’ পরোক্ষে সিন্ডিকেট ইস্যু নিয়ে তাঁর মন্তব্য, ‘আশা করবেন না, আপনার এলাকায় আপনার থেকেই সব কিনতে হবে।’ সাধারণ মানুষের প্রতি তাঁর আবেদন, ‘সমস্তটাই অনলাইনে হয়ে গেছে। সেখানেই বাড়ি তৈরির জন্য আবেদন করুন। সাত দিনের মধ্যে অনুমতি পাবেন।’ পাশাপাশি সকলকে ভোটদানের জন্য আহ্বানও জানান তৃণমূল নেত্রী। বলেন, ‘কলকাতায় ভোটদান খুব কম হয়। এদিকে আমরা কত কাজ করি।’ সেই সঙ্গে তিনি বলেন, আগামী দিনে আরও কাজ হবে‌। গত কয়েক বছরে প্রচুর কাজ হয়েছে। অন্যান্য রাজ্যে অল্প বৃষ্টি হলেই জল জমে যায়। আমাদের তা হয় না। আগামী দিনে আরও ২০০ পাম্পিং স্টেশন হবে।’

error: Content is protected !!