
বড়দিন ও বর্ষবরণে শিথিল রাজ্যের কোভিডবিধি, টানা ৯ দিন থাকছে না রাত্রিকালীন কারফিউ
রাজ্যে কোভিডবিধির মেয়াদ বাড়ল ১৫ জানুয়ারি পর্যন্ত
উৎসবের মরশুমে রাজ্যের কোভিডবিধি শিথিল করল সরকার। ওমিক্রন আতঙ্কের মাঝেই রাত্রিকালীন কারফিউ থেকে হোটেল-রেস্তরাঁ খুলে রাখার সময় বদলে দিল নবান্ন। বুধবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি, রাজ্যে কোভিডবিধির মেয়াদ বাড়ল নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত। নবান্নের নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি। থাকবে না রাত্রিকালীন কারফিউ-ও। এমনকী, রাতভর খোলা রাখা যাবে হোটেল, রেস্তরাঁ, বার-ও। এতদিন রাত ১১টার মধ্যে বার-রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছিল। বড়দিন ও নববর্ষের কথা মাথায় রেখে নিয়মবিধি শিথিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কিন্তু উৎসবের মাঝেই মাথাচারা দিয়েছে ওমিক্রন আতঙ্ক। যদিও নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিডবিধি কার্যকর থাকবে। ছাড় শুধু থাকবে এই ৯ দিন।