দেশ কেরলে ৪ জনের শরীরে ধরা পড়ল ওমিক্রন, দেশে জুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩ by সংবাদ AME বাংলা 24X 7 কেরলে আরও ৪ ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গেল। বুধবার একথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। এই নিয়ে কেরলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। গোটা দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/