কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পুননির্বাচনের দাবিতে রাজভবন থেকে বেরিয়ে কমিশনের দপ্তরে গেলেন শুভেন্দুরা

তৃণমূল বলছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে ৷ কিন্তু কিছু বিক্ষিপ্ত আশান্তি হয়েছে। এবার বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা পৌরনিগমে ১৪৪টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি জানালেন ৷ আজ শুভেন্দুকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বেরোতে বাধা দেয় বিধাননগর পুলিশ ৷ তাঁর সঙ্গে একাধিক বিধায়ক ও বিজেপি নেতা ছিলেন ৷ ভোটগ্রহণ চলাকালীন তাঁদের পৌর এলাকায় ঢুকতে না দেওয়ার জন্য পুলিশি বাধা ছিল ৷ এরপর ভোট গ্রহণ পর্ব শেষ হতেই পুলিশি বাধা উঠে যাওয়ার পর রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দেন শুভেন্দু ও অন্য বিজেপি নেতারা ৷ সেইসময় শুভেন্দু বলেন, “রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর আমরা রাজ্য নির্বাচন কমিশনারের কাছে যাব ৷ ১৪৪টি ওয়ার্ডের পুনর্নির্বাচন করতে হবে ৷ এটাই আমাদের দাবি ৷” রাজভবন থেকে বেরিয়ে সোজা রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন বিজেপি বিধায়করা। কিন্তু দপ্তরে তালা দেওয়া। তাই তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। কমিশনের দপ্তরের সামনে দু’পক্ষের বচসা।

error: Content is protected !!