দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন

দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সোমবার সকালেই জানা যায়, পানামা পেপারস কেসের তদন্তের জন্য তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিনই দুপুরের দিল্লির ইডি দফতরে ঢুকতে দেখা যায় তাঁকে।সূত্রের মারফত জানা গিয়েছে, বিদেশে ঐশ্বর্য রাই বচ্চনের বিপুল পরিমাণ সম্পত্তির উৎস জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা ৷ এর আগেও দু’বার তলব করা হয়েছিল ঐশ্বর্যকে ৷ তবে তিনি হাজিরা দেওয়ার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন ৷ বিশ্বজুড়ে নানা বিশিষ্ট ব্যক্তিত্ব ও কর্পোরেট হাউসের প্রতারণা ও করফাঁকি সংক্রান্ত নথি ফাঁস হয়ে গিয়েছিল পানামা পেপারে ৷ ফাঁস হওয়া নথি আসলে একটি জার্মান সংবাদপত্রের ছিল বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে অন্তত ১২০০ নথির সঙ্গে জড়িয়েছিল ভারতীয়দের নাম ৷ ২০১৬ সালের পানামা পেপার্স নথি ফাঁসে নাম জড়ায় ৫০০ জন ভারতীয়ের ৷ সেই তালিকায় ছিল ঐশ্বর্য রাই বচ্চনের নাম ৷ ছিল তাঁর শ্বশুর তথা বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নামও ৷

error: Content is protected !!