সাইরেন বাজিয়ে নেতাজিকে স্মরণ, স্বাধীনতা দিবসে বিশেষ অনুষ্ঠান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ নবান্ন সভাঘরে ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি বৈঠকও সেরে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি ঘোষণা করলেন, তমলুকে গান্ধীজীর নামে একটি বিশ্ববিদ্যালয় করবে সরকার। ১৫ অগাস্ট থেকে ৭ দিন রাজ্য জুড়ে মণীষীদের স্মরণ করা হবে। বাংলায় বিশিষ্টজনদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন সেই কমিটির সদস্যদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করলেন নবান্ন সভাঘরে। বৈঠক যোগ দিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের দিলীপ মহারাজ, সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী, চিত্রকর যোগেন চৌধুরী, ইতিহাসবিদ সুরঞ্জন দাস-সহ অনেকেই। ছিলেন মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরাও। ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত নেতাজিকে নিয়ে অনুষ্ঠান হবে। নেতাজির জন্মদিনে পদযাত্রা ও সাইরেন বাজানো হবে। আগামী ২০২২-এ বিশ্ব সঙ্গীত সম্মেলন হবে রেড রোডে।

error: Content is protected !!