প্রকাশ্যে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির ট্রেলার

বড়দিনেই প্রেক্ষাগৃহে কাকাবাবুর প্রত্যাবর্তন ঘটাবেন সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু রিলিজের ডেট পিছিয়েছে। তবে রিলিজ না করলেও বড়দিনের আগে দিন সিনেমার ট্রেলার প্রকাশ্যে এল। সাথেই বড়দিনের আরও একটি বড় উপহার নিয়ে এসেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। বড়দিনের উপহার হিসেবে এদিন তাঁরা ঘোষণা করেন, ‘দীর্ঘদিনের অপেক্ষার পর আসতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। আগামী ৪ ফেব্রুয়ারী

২০২২-এ মুক্তি পাবে এই ছবি। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। কাকাবাবু এর আগে মিশর ও পাহাড়ে গিয়েছেন। তবে এই প্রথমবার জঙ্গলে যাচ্ছেন। আফ্রিকার জঙ্গল, জন্তু, রহস্য-রোমাঞ্চ, কাকাবাবু প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, সঙ্গে সঙ্গী সন্তু ওরফে আরিয়ান ভৌমিক, একেবারে লার্জার দ্যান লাইফ গোছের ব্যাপার। এই ছবি বড়পর্দা ছাড়া মুক্তি পেলে যে দর্শকরা সত্যিই আক্ষেপ করতেন, ট্রেলারেই মিলল তার ইঙ্গিত।

error: Content is protected !!