আগামী ১ থেকে ১৫ জানুয়ারি হাওড়া-লিলুয়া শাখায় নিয়ন্ত্রিত হবে ট্রেন চলাচল
হাওড়া-লিলুয়া শাখায় পূর্বে রেলের ওভার ব্রিজে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে ৷ সেই কারণে ১ জানুয়ারি থেকে টানা ১৫ দিন ওই শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল ৷ পাওয়ার ব্লক থাকার কারণে ওই শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদল করেছে রেল কর্তৃপক্ষ ৷ এমনকি রক্ষণাবেক্ষণের কারণে ওই শাখায় ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দিনের বেশ কিছুটা সময় ট্রেন চলাচল বন্ধও থাকবে ৷