১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ হবে স্কুলে আগামী সোমবার থেকে

আগামী ৩ তারিখ কলকাতার ১৬টি বরোর ১৬টি স্কুল থেকে ১৫-১৮ বছর বয়সের ছেলে মেয়েদের টিকাকরণ শুরু হবে৷ বুধবার এই কথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ স্কুলে স্কুলে গিয়ে পড়ুয়াদের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন ৷ সেক্ষেত্রে পরিকাঠামো গত সহায়তা দিতে হবে স্কুলগুলিতে ৷ যে স্কুল আবেদন করবে পৌরনিগম সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখে সেখানে টিকাকরণের ব্যবস্থা করবে ৷ প্রত্যেক পড়ুয়াকে দেওয়া হবে কোভ্যাক্সিন। প্রত্যক দিনই প্রতিটি বরোতে একটি করে স্কুলের ছাত্র-ছাত্রীদের এই টিকাকরণ করা হবে বলে মেয়র জানিয়েছেন ৷ সরকারি স্কুলগুলির ক্ষেত্রে চিকিৎসক পৌরনিগমের তরফে পাঠানো হবে । বেসরকারি স্কুলে কর্তৃপক্ষদের চিকিৎসকের ব্যবস্থা করতে হবে নিজেদের । টিকা নিতে পড়ুয়াদের আধার কার্ড অথবা স্কুল সার্টিফিকেট এর প্রতিলিপি আনতে হবে । এদিন ফিরহাদ হাকিম আরও জানান, ষাটোর্ধ্বদের যাঁদের কোমর্বিডিটি আছে তাঁদের আগামী ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া হবে ।