সল্টলেকের নয়াপট্টির ডাস্টবিনে বিস্ফোরণ, আহত ২ শিশু

নয়া পট্টির ডাস্টবিনে আচমকা বিস্ফোরণে আহত দুই কিশোর। বিস্ফোরণে আহত দুই বাচ্চাকে তড়িঘড়ি করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকা সল্টলেক সুইস গেটের সামনে আচমকাই এদিন ডাস্টবিনে বিস্ফোরণটি ঘটে। আহত দুই কিশোরকে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তাঁরা

চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহতরা হল বুবাই দাস, বয়স ১১ এবং লোকেশ সরকার, বয়স ৯। বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কীভাবে এই বিস্ফোরণ হল, কোথা থেকে এটা আনা হয়েছে, কারাইবা জড়িয়ে রয়েছে একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।