প্রয়াত প্রাক্তন সিপিআইএম বিধায়ক রাজদেও গোয়ালা

প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক রাজদেও গোয়ালা ৷ গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ছিল সংকটজনক । তিনি তেঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন । বৃহস্পতিবার রাত দুটো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৩ বছর । রেখে গেলেন স্ত্রী, পুত্র এবং কন্যাকে ৷ বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা এই ব্যক্তি সিপিএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন । বেলগাছিয়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের 3 বারের প্রাক্তন বিধায়ক রাজদেও গোয়ালা ছিলেন ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা । অসংগঠিত শ্রমিকদের জন্য সারাজীবন লড়াই করে গিয়েছেন তিনি । তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে ।