ওমিক্রনের জেরে, ভার্চুয়াল উদ্বোধন হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের!

 দিল্লিতে বন্ধ সিনেমা হল স্কুল-কলেজ, মুম্বইয়ে জারি হয়েছে ১৪৪ ধারা, কলকাতায় বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, সব মিলিয়ে ওমিক্রন ও করোনায় ভয় ছড়িয়েছে সর্বত্র। তার জেরেই পরিবর্তিত হল আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-র উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৭ জানুয়ারি নজরুল মঞ্চের বদলে নবান্ন সভাগৃহ থেকে উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করা হবে। করোনা অতিমারি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণে আসায় ২০২২ এর শুরুতে ৭ থেকে ১৪ জানুয়ারি  উৎসবের আয়োজন করতে উদ্যোগী হয়েছিল চলচ্চিত্র উৎসব কমিটি। নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এমনটাই ছিল পরিকল্পনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল শাহরুখ খান, শাবানা আজমির। কিন্তু এরই মাঝে বাড়তে থাকে করোনা আক্রান্ত ও ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সেই কথা মাথায় রেখেই বদলে ফেলা হল পরিকল্পনা। নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করবেন। 

উল্লেখ্য, বুধবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৭ জানুয়ারি নজরুল মঞ্চের বদলে নবান্ন সভাগৃহ থেকে ভার্চুয়াল উদ্বোধন হবে উৎসবের। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। তবে এই উদ্বোধনী অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন এবং কী কী বদল ঘটবে সেই বিষয়ে যদিও কিছু জানানো হয়নি। রাজ জানিয়েছেন, ‘দিদি বাইরে আছেন। সেখান থেকেই গত রাতে প্রাথমিক ভাবে এটুকু নির্দেশ দিয়েছেন। ফিরে এসে সবিস্তার আলোচনায় বসবেন। তখনই ঠিক হবে, অনুষ্ঠানে আর কোনও বদল আনা হবে কি না।’ তবে এতা প্রথমবার নয়, গত বছরও করোনার জেরে এই উৎসব পিছিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। ২০২২ সালের ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৭ জানুয়ারি থেকে, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।