টেস্ট জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া
সুপার স্পোর্ট পার্কে ইতিহাস গড়ল ভারত ৷ এই প্রথম সেঞ্চুরিয়নে টেস্ট জয়ের স্বাদ পেল ভারত ৷ টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় কোহলি অ্যান্ড কোং ৷ বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সুপার স্পোর্ট পার্কে টেস্ট জয়ের নজির গড়ল বিরাটবাহিনী ৷ শেষদিনে ভারতের জয়ের কাণ্ডারি মহম্মদ শামি-জসপ্রীত বুমরা ৷ প্রথম ইনিংসে ভারতের লিড ছিল ১৩০৷ দ্বিতীয় ইনিংস ১৭৪ রানে শেষ হলে গেলেও প্রোটিয়াদের ৩০৫ রানের টার্গেট দেয় ভারত ৷ ইনিংসের শুরুতেই এইডেন মার্করামকে ফেরান মহম্মদ শামি ৷ ভয়ঙ্কর হয়ে ওঠা ডিন এলগারকে ড্রেসিংরুমের রাস্তা দেখান বুমরা ৷ এরপর তেম্বা বাভুমা ছাড়া আর কেউই সেরকম প্রতিরোধ গড়তে পারেননি ৷ শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থাকেন বাভুমা ৷ বিশ্বের ৯টি দেশ সেঞ্চুরিয়নে কম করে একটি হলেও টেস্ট খেলেছে ৷ তাদের মধ্যে মাত্র দুটি টিম এই মাঠে জয়ের নজির গড়েছে ৷ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছাড়া সেঞ্চুরিয়নে জয়ের সৌভাগ্য হয়নি অন্য কোনও দলের ৷ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশকে পিছনে ফেলে এশিয়ার প্রথম দেশ হিসেবে টেস্ট জিতল ভারত ৷