ভিওয়ানি জেলায় পাথর খাদানে ধস, মৃত ৪, নিখোঁজ ১৫

হরিয়ানার ভিওয়ানি জেলার তোশাম ব্লকের দাদাম পাথর খাদানে ধস। পাথর তোলার কাজে ব্যবহৃত প্রায় এক ডজন গাড়ি চাপা পড়েছে বলে খবর। কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ১৫-২০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকরা। গিয়েছেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা ১১টা নাগাদ খাদানে খননের পাহাড়ের একটি বড় অংশে ফাটল দেখা দেয়। এরপরই বড় বড় পাথর ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ৪ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

error: Content is protected !!