সংক্রমণ রুখতে মানুষকেই সচেতন হতে হবেঃ মুখ্যমন্ত্রী

অযথা ভয় না পাওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বললেন একথা৷ মাস্ক ব্যবহার এবং দায়িত্বের সঙ্গে সাবধানতা অবলম্বনের কথা বলেছেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে গত ৭ দিনে কোভিড বেড়েছে ৷ মেয়েদের চুল ঢেকে রাখার অনুরোধ করেন ৷ ছেলেদের মাথায় টুপি ব্যবহার করার কথা বলেন ৷ তিনি বলেন মাস্ক, গ্লাভস অবশ্যই ব্যবহার করার কথা ৷ তবে এসবের মধ্যেই ভয় না পাওয়ার কথা বললেন ৷ ৩ দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ৷ তবে অযথা হাসপাতালে ভর্তি না হতে বলেন ৷ অনেকেই বাড়ির লোকের কোভিড হওয়ার পরও বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছেন৷ বাড়ির কারোর করোনা হলে পরিবারের অন্যান্য সদস্যদেরও সমানভাবে আইসোলেশনে থাকা উচিৎ- একথা মনে করিয়ে দেন৷ তিনি জানান, কেন্দ্রের নির্দেশানুসারে ৭ দিনের আইসোলেশন প্রয়োজন ৷ তারপর কাজে যোগ দেওয়া যাবে৷ লোকাল ট্রেন চালু করা বা না করাটা শাঁখের করাতের মতো হয়ে দাঁড়াচ্ছে বলে মত মুখ্যমন্ত্রীর ৷ গত বছর দুইয়ের করোনা পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ এবার ফের লোকাল ট্রেন সম্পূর্ণত বন্ধ করা হলে বহু মানুষ ভারী বিপদে পড়বেন ৷ তাই লোকাল ট্রেন চললেও যাঁদের বাড়ি থেকে কাজের পরিসর রয়েছে তাঁরা যাতে তাই করেন তার অনুরোধ জানিয়েছেন তিনি ৷ প্রয়োজন না ছাড়া বাড়ি থেকে না বেরনোর কথা বলেন তিনি ৷ বারবার তিনি এদিন সাধারণ মানুষকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান ৷ সাবধানতা অবলম্বন করতে বলেন ৷ এদিন মাস্ক ব্যবহারের উপর জোর দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, “আমি মনে করি, প্রশাসন জোর করে ফাইন করে কাউকে মাস্ক পরাতে পারে না ৷ মানুষকে নিজেদেরই সচেতন হতে হবে ৷ অনেকেই কথা শুনছেন না, মাস্ক পরছেন না ৷ আমাদের বাঁচাতে পারি আমরাই ৷” তাঁর মতে, কঠিন এই পরিস্থিতির মধ্যেও বাংলা অনেক সেফ রয়েছে ৷ পাশাপাশি সংবাদমাধ্যমকে মিথ্যা খবর না ছড়ানোর কথা বললেন ৷ তাঁর অভিযোগ, “আমার কোভিড হয়েছে বলে খবর ছড়ানো হয় ৷” তিনি বলেন, “অনেক সাংবাদিক বন্ধুরও কোভিড হয়েছে ৷” করোনা আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি ৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এখনও পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে কত টিকাকরণ হয়েছে, সে পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এখনও পর্যন্ত মোট টিকাকরণ ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ৭। ১৮ বছরের ঊর্ধ্বে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষ ৪ হাজার ১৩২ জন। বাকি ৪ কোটি ১৯ লক্ষ ৩ হাজার ৭৩৭ জন প্রাপ্তবয়স্ক দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। ১৫ থেকে ১৮ বছর বয়সি ৪ লক্ষ ৫৬ হাজার ১৩৮ জন টিকার প্রথম ডোজ নিয়েছে।  মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউয়ের করোনা হয়েছে। কিন্তু তারপরেও বাইরে ঘুরে বেড়াচ্ছিল ভাই। আর তাতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী ‘দিদি’। ভাইকে ‘ধমকে’ গৃহবন্দি করেছেন তিনি। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে সোজাসাপ্টা ভাষায় স্পষ্ট জানালেন সে কথা। মুখ্যমন্ত্রী বলেন,”বউয়ের করোনা হয়েছে। তা সত্ত্বেও তাঁর ভাই বাবুন বাইরে ঘুরে বেড়াচ্ছিল। আমি এটা পছন্দ করছি না। আমি খুব অফেন্ডেড এটা নিয়ে।’ তারপরই ছোট ভাইয়ের বাবুনের উদ্দেশে ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্য়ায় সাফ জানান, “আমি ওকে বারণ করেছি। বলে দিয়েছি, আর বেরবে না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার বাড়িতে একজনের করোনা হয়েছে। আর আমি ঘুরে বেড়াব, এটা হতে পারে না। বাড়ির কারও হলে সবাইকে আইসোলেশনে থাকা উচিত।” 

error: Content is protected !!