করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কেমন আছেন? সুকান্ত মজুমদারের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কোনও দরকার হলে বিজেপি রাজ্য সভাপতি যেন নির্দ্বিধায় তাঁকে জানান, সুকান্ত মজুমদারকে ফোনে সেই আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে দুই নেতৃত্বের মধ্যে ফোনে এদিন কোনও রাজনৈতিক বাক্যালাপ হয়নি। আলাপচারিতার সম্পূর্ণটাই ছিল সৌজন্যমূলক ও শরীর-স্বাস্থ্য কেন্দ্রিক।

error: Content is protected !!