উত্তরবঙ্গগামী একাধিক রুটের বাসের সংখ্যা কমানো হল, বিপাকে যাত্রীরা

রাজ্যে দিন দিন বাড়ছে সংক্রমণ। তাই ঘুরতে যেতে দ্বিধা করছেন মানুষ। তাই উত্তরবঙ্গগামী একাধিক রুটের বাসের সংখ্যা কমানো হল। এসি, ভলভো, রকেট- সব বাসের সংখ্যাই কমাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (‌এনবিএসটিসি)‌। পাশাপাশী উত্তরবঙ্গগামী ট্রেনের সংখ্যাও কমানো হল। আগে প্রতিদিন শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, মালদা, রায়গঞ্জ রুটে ৬৫টি বাস চালাত এনবিএসটিসি। এর মধ্যে থেকে ২০টি বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। এবার বুঝবার থেকে আরও ১০টি বাস কমানো হল। শিলিগুড়ি রুটের ৬টি, কোচবিহার রুটের ৪টি, আলিপুরদুয়ার রুটের ৪টি, মালদা, বালুরঘাট ও রায়গঞ্জ রুটের ২’টি করে বাস কমানো হয়েছে। নাইট স্পেশাল পরিষেবাও কমানো হয়েছে। কেন বাসের সংখ্যা কমানো হল?‌ এনবিএসটিসি–র এক আধিকারিক জানালেন, প্রত্যেক রুটের বাসেই যাত্রী সংখ্যা ভীষণ রকম কমে গিয়েছে। রকেটে আসন থাকে ৪০। এখন ১২ জনের বেশি যাত্রী হচ্ছে না। এসি ও ভলভো বাসের আসন সংখ্যা ৫০। এখন বড়জোর ২০ জন যাত্রী উঠছেন। ফলে জ্বালানির খরচও উঠছে না। উত্তরবঙ্গগামী একাধিক রুটের বেসরকারি বাস পরিষেবাও বন্ধ হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি রুটে ভলভো কমেছে। বাকি রুটের বাসের সংখ্যা দিনে ৩০ থেকে কমে চার–পাঁচ করে দেওয়া হয়েছে। এক বাস মালিক জানালেন, জ্বালানির দাম বাড়ায় বাস ভাড়া বাড়াতে বাধ্য হয়েছিলেন অনেকে। তার পরেও যাত্রী হচ্ছিল। কিন্তু কোভিডের কারণে এখন আর হচ্ছে না। তাই বাধ্যত বন্ধ করা হয়েছে বেশ কিছু বাস। তবে যেসব যাত্রীরা অগ্রিম টিকিট বুক করেছিলেন, তাঁদের অন্য বাসে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

error: Content is protected !!