
গঙ্গাসাগর থেকে অগ্নিদগ্ধ মহিলাকে এয়ার অ্যাম্বুলান্সে করে আনা হল হাওড়ায়
গঙ্গাসাগর মেলায় শীতের আগুন পোয়াতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক মহিলা । চিকিৎসার জন্য মেলায় উপস্থিত এয়ার অ্যাম্বুলান্সে তাঁকে আনা হল হাওড়ায়। গভীর রাতে স্বর্ণলতা মণ্ডল (৪৫) নামে এক মহিলা তাঁর শিশুকে নিয়ে গঙ্গাসাগরে শীতের রাতে আগুন পোয়াচ্ছিলেন । আচমকাই কোনওভাবে তাঁর পোশাকে আগুন লেগে যায় । ওই আগুনে তাঁর শরীরের প্রায় ৫৫% অগ্নিদগ্ধ হয়ে যায় । সেই অবস্থায় তাঁকে আপৎকালীন চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । এরপর আজ সেই মহিলাকে এয়ার অ্যাম্বুলান্সে করে গঙ্গাসাগর থেকে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে আনা হয়েছে ৷ সেখান থেকেই গ্রিন করিডর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । অগ্নিদগ্ধ মহিলাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে । চিকিৎসক জানিয়েছেন, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল ।