গত ২৪ ঘন্টায় রাজ্যের করোনায় আক্রান্ত ২২ হাজার ৬৪৫

গত ২৪ ঘন্টায় রাজ্যের নতুন করে করোনায় আক্রান্ত ২২ হাজার ৬৪৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা। মৃত্যু হয়েছে ২৮ জনের। পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৬৮৭ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ৪ হাজার ১৮ জন।  রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লক্ষ ৬৩ হাজার ৬৯৭। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ১৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮ হাজার ৬৮৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ১৬ লক্ষ ৯৮ হাজার ২০১। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ। 

error: Content is protected !!