
বাড়ছে সংক্রমণ, কোভিড রোগীদের জন্য আজ থেকে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পৌরনিগম
গত ২৪ ঘন্টায় কলকাতায় ৬ হাজার ৮৬৭ জন আক্রান্ত হয়েছেন কলকাতায়। বাড়ছে কনটেইনমেন্ট জোন। শহরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পৌরনিগমের তরফে খোলা হচ্ছে স্বাস্থ্য বিভাগের হেল্পলাইন নম্বর ৷ হেল্পলাইন নম্বরটি ০৩৩-২২৮৬১২৩৮ (033-22861238)। এই নম্বরে ফোন করে চিকিৎসক থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স,অক্সিজেন করোনা চিকিৎসা সংক্রান্ত সব সাহায্য পাবেন রোগীরা। হেল্পলাইনের দায়িত্বে থাকছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী-সহ কয়েকজন স্বাস্থ্য আধিকারিক। আগামী শনিবার থেকেই এই পরিষেবা শুরু হবে। শনিবার থেকে যারা আক্রান্ত হবেন তাদের কাছে এসএমএস মারফত এই সমস্ত আধিকারিকদের নম্বর পাঠানো হবে। কলকাতায় ১৬টি বরোতে খোলা হচ্ছে ১৭টি বিশেষ হেল্থ সেন্টার। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান, ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি এদিন জানান, আগে ২৯টি কনটেইনমেন্ট জোন ছিল। আজ ৪৩টি কনটেইনমেন্ট জোন হয়েছে।