
রাজ্যে ফিরল শীতের আমেজ
পশ্চিমী ঝঞ্ঝা দূর হয়েছে রাজ্য থেকে। আর ঝঞ্ঝা দূর হতেই আকাশ পরিষ্কার হয়েছে। আর তাতেই ফের ফিরেছে শীতের আমেজ। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে কয়েকদিন পর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। এর প্রভাবে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় মাঘের শুরুতে বঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম।