দোকানে আসা পার্সেল ফেটে বিস্ফোরণ, জখম ৪

দোকানে আসা পার্সেল ফেটে বিস্ফোরণ। আর সেই বোমা ফেটে জখম হলেন ৪ জন। তাঁরা গুরুতর আহত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটে হেমতাবাদ থানার বাহারইল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাহারইল গ্রামের একটি দোকানে একটি পার্সেল আসে। সেই পার্সেলটি খোলা মাত্রই বিস্ফোরণ ঘটে। দোকানে সেই সময় ছিলেন চার জন। তাঁদের প্রত্যেকেই আহত হয়েছেন। তাঁদের মধ্যে স্থানীয় একটি হাসপাতালে ও তিন জনকে নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জ হাসপাতালে। জানা গিয়েছে, হেমতাবাদের বাহারাইল গ্রামে ওষুধের ব্যবসা করেন বাবলু চৌধুরী । শুক্রবার বিকেল নাগাদ এক মহিলা যাত্রী নিয়ে এক টোটোচালক তাঁর দোকানে এসে জানান, তাঁর একটি পার্সেল আছে । পার্সেলের ওপরে তাঁর নাম এবং ফোন নম্বর লেখা ছিল ৷ ফলে পার্সেলটি নিয়ে নেন তিনি ৷ পরে তিনি পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে গুরুতর আহত হন ওই দোকানে থাকা তপন রায় এবং মহম্মদ সফুরও ।

error: Content is protected !!