প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক

প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। একবালপুরের নার্সিংহোমে আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।   দীর্ঘদিন ধরে তিনি সুগার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি একবালপুরের একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন। প্রায় সাড়ে তিন মাস ধরে ডায়ালিসিস চলছিল। ময়দানে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই ক্লাবের হয়েই খেলেছেন সুভাষ

ভৌমিক। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া। ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই ক্লাবের হয়েই খেলেছিলেন সুভাষ ভৌমিক। ১৯৭০-এ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন। খেলেছেন মারডেকা কাপেও। ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ছাড়াও গোয়ার একাধিক ক্লাবের কোচ ছিলেন। ফুটবলার থাকাকালিন যেমন সাফল্য পেয়েছেন, তেমনই কোচ হিসেবেও সুভাষের সাফল্য দুর্দান্ত। ২০০৩ সালে তাঁরই কোচিংয়ে আশিয়ান কাপ জয় ইস্টবেঙ্গল দলের। 

error: Content is protected !!