
নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, জাতীয় ছুটি ঘোষণার দাবি মুখ্যমন্ত্রীর
আজ দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ, রবিবার সকালে নেতাজির এক মূর্তিতে ফুল অর্পণ করে একটি ছবি টুইট করে দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, নেতাজিকে সম্মান জানাতে আজ থেকেই রাজধানীতে শুরু হচ্ছে প্রজাতন্ত্র দিবসের উৎসব। পাশাপাশি ইন্ডিয়া গেটে আজকেই নেতাজির হলোগ্রাম মূর্তিটি উন্মোচন করা হবে। এদিন প্রধানমন্ত্রী একটি টুইট বার্তায় লেখেন, ‘সকল দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তাঁর জয়ন্তীতে প্রণাম জানাই। আমাদের জাতির জন্য তাঁর অসামান্য অবদানের জন্য প্রত্যেক ভারতীয় গর্বিত।’ অন্যদিকে, টুইট করে নেতাজী সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নেতাজী সুভাষ চন্দ্র বসু একজন জাতীয় ও আন্তর্জাতিক নায়ক। বাংলা থেকে নেতাজীর উত্থান ভারতীয় ইতিহাসে অতুলনীয়। তিনি দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব, ঐক্য ও সৌভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সমস্ত প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার প্রোটোকল অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্মদিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বছর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোতে নেতাজি ছাড়াও আমাদের দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী স্মরণে বাংলার অন্যান্য বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা তুলে ধরা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটি ঘোষণা করতে ফের কেন্দ্রীয় সরকারের কাছে আর্জিও জানিয়েছেন।