
নেতাজি ট্যাবলো বাতিল সংক্রান্ত মামলা খারিজ করে দিল হাইকোর্ট
নেতাজি ট্যাবলো বাতিল সংক্রান্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান, ২৬ জানুয়ারি কুচকাওয়াজ ৷ ফলে নেতাজি ট্যাবলো বাতিল নিয়ে শেষ মুহূর্তে কিছু করার নেই বলে জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার শুনানিতে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেন, ‘‘২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিজেদের ট্যাবলো কুচকাওয়াজে রাখার আবেদন করেছিল । তার মধ্যে যাদের ট্যাবলো বাদ গিয়েছে, তাদের কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন ট্যাবলো বাতিল হয়েছে ।’’ তিনি আরও বলেন, ‘‘নেতাজি শুধু রাজ্যের নন, গোটা দেশের । কেন্দ্রীয় সরকার নেতাজির মর্যাদায় ২০১৫ সালে প্রথম নেতাজির ফাইল উদঘাটন করেছে । এবার কেন্দ্রীয় সরকার ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে । প্রজাতন্ত্র দিবসের প্যারেডের একটা নির্দিষ্ট নিয়ম আছে । সেটা আবেদনকারীর জানা উচিত । এবছর নৌবাহিনী আইএনএ ট্যাবলো করেছে ।’’