সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-মমতার

আজ দেশের ৭৩তম সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে প্রতিবছরই পালন করা হয় মর্যাদার সঙ্গে ৷ রাজধানী দিল্লির রাজপথ কুচকাওয়াজ ও বর্ণাঢ্য উৎসবে মুখর হয়ে ওঠে ৷ সেই উপলক্ষেই আজ সারা দেশে সাজ সাজ রব ৷ ইতিমধ্যেই টুইট করে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা ৷ জয় হিন্দ ৷’’ দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷ রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, ‘‘সাধারণতন্ত্র দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা । আসুন আমরা আবারও ভারতীয় সংবিধানের মূল কাঠামো রক্ষা করার শপথ নিই ।’’ ভারতীয় সংবিধানে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ন্যায়বিচারের যে কথা বলা হয়েছে, তা রক্ষা করতে হবে বলে টুইটে লেখেন মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!