ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে থাকবে কুয়াসার দাপট। শনিবার সরস্বতী পুজো। আর তার আগেই বৃষ্টির পূর্বাভাস। বুধবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝায় আবহাওয়ার পরিবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতল হাওয়া ও পুবালি হওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যেজুড়ে। ৬ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। কলকাতায় স্বাভাবিকের উপরেই তাপমাত্রা। তবে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় সকালে আংশিক কুয়াসার প্রভাব দেখা গেলেও পরে ঙালকা মেঘলা থাকবে আকাশ। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.০২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.০৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।

error: Content is protected !!