‘বাইরে থেকে অপরাধীরা ঢুকছে, দরকারে কলকাতা পুলিসের সাহায্য নিন’, ব্যারাকপুরের কমিশনারকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

দুর্বৃত্তদের দৌরাত্ম্য বাড়ছে ব্যারাকপুরে৷ কখনও বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ৷ কখনও খুন হচ্ছেন রাজনৈতিক নেতা৷ সমাজবিরোধী কার্যকলাপে নষ্ট হচ্ছে এলাকার শান্তির পরিবেশ৷ প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা৷ তাই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রশাসনিক বৈঠক থেকে দুর্বৃত্তদের শায়েস্তা করতে ব্যারাকপুর কমিশনারেটকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কার্যত এদিন মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রধান মনোজ ভার্মা। মুখ্যমন্ত্রীর কথায়, বাইরে থেকে অপরাধীরা ঢুকে এলাকায় গন্ডগোল পাকাচ্ছে৷ পরিকল্পিতভাবে হামলা হচ্ছে৷ এই সব ঘটনা রুখতে মুখ্যমন্ত্রী ব্যারাকপুরের পুলিস কমিশনারকে কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘বাইরে থেকে ক্রিমিনালরা ঢুকছে৷ ২-৩টে পরিকল্পিত ঘটনা ঘটেছে৷ দরকারে এসটিএফ ও কলকাতা পুলিসের সাহায্য নিন৷’ এদিনের বৈঠক থেকে অর্জুন সিংয়ের নাম না করেই মুখ্যমন্ত্রী বার্তা দেন ভার্মাকে। সেই সময়েই তিনি কীভাবে পরিস্থিতি কড়া হাতে সামলাতে হবে সেটাও বাতলে দেন।  কিছুদিন আগে ইছাপুরে খুন হন নোয়াপাড়ার এক দাপুটে তৃণমূল নেতা৷ ওই ঘটনায় স্থানীয় সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিস৷ তারও আগে গত ২৭ জানুয়ারি হালিশহরের কোনা মোড় গঙ্গার ঘাটে জোরালো বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়৷ জখম হন কয়েকজন৷ ওই বিস্ফোরণের ঘটনাতেও আটক করা হয় অর্জুন সিং ঘনিষ্ঠ বিট্টু ও তার এক শাগরেদকে৷

error: Content is protected !!