এক ধাক্কায় ৪ ডিগ্রি কমল শহরের তাপমাত্রা, আজও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। সরস্বতী পুজোর দিনে দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ দেখা যাবে। রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। ফের তাপমাত্রা কমার ইঙ্গিত । সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে শহরে। বৃষ্টির সম্ভাবনা নেই এবং ফিরল হালকা শীতের আমেজ। এক রাতেই তাপমাত্রা নামল তিন ডিগ্রির বেশি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।   কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। রাতের তাপমাত্রা নামল অনেকটাই। ফিরল শীতের আমেজ। নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ লাগোয়া অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা সামান্য। আগামী দু-তিন দিনে আরও কিছুটা কমবে তাপমাত্রা। সকালে জমিয়ে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন।

error: Content is protected !!