আজ ৪ পুরসভার ভোট গ্রহণ

বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল- এই চার পৌরনিগমে আজ নির্বাচন ৷ নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে বিধাননগর পৌরনিগম এলাকা ৷ বাকি তিনটি পৌরনিগমেও নিরাপত্তার কড়াকড়ি ৷ তবে কেন্দ্রীয় বাহিনী থাকছে না ৷ কোভিড বিধি মেনে সুস্থ ও অবাধ ভোট করানোর দায়িত্ব থাকছে রাজ্য পুলিশের কাঁধে ৷ আগামী ১৪ ফেব্রুয়ারি, সোমবার ভোটের ফলাফল ৷ বিধাননগরে ৫২৩টি, চন্দননগরে ১৭৬টি, আসানসোলে ১১৮২টি, শিলিগুড়িতে ৫০২।

error: Content is protected !!