প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রাহুল বাজাজ

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ । শনিবার পুনেতে ৮৩ বছর বয়সে জীবনাবসান ঘটে এই প্রবীণ শিল্পপতির । দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি । শনিবার পুনের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথমসারির এই শিল্পপতি ।  গত বছর এপ্রিলের শেষে বাজাজ অটোরর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি । রাহুল বাজাজ ছিলেন দেশের সফল শিল্পপতিদের মধ্যে একজন । ২০০১ সালে পদ্মভূষণ পুরস্কার পান এই প্রবীণ শিল্পপতি । এদিন বাজাজ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, রাহুল বাজাজ পাঁচ দশক ধরে কোম্পানি ও গোষ্ঠীর সাফল্যে বিশাল অবদান রেখেছেন । তাঁর অসাধারণ অভিজ্ঞতা বিবেচনা করে ও কোম্পানির স্বার্থে তাঁকে উপদেষ্টার পদে নিয়োগ করা হয়েছিল । সেই সময়ই তিনি তাঁর অভিজ্ঞতা, জ্ঞানের মাধ্যমে সংস্থার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন । বাজাজ কোম্পানি সর্বদাই তাঁর কাছ থেকে উপকৃত হয়েছিল । রাহুল বাজাজ রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিলেন।  প্রসঙ্গত, 1938 সালের ১০ জুন কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি । দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেন। ১৯৬৫ সালে বাজাজ গ্রুপের দায়িত্ব নেন রাহুল বাজাজ। ১৯৬৮ সালে বাজাজ অটোর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাহুল বাজাজ । ১৯৭২ সালে ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হন তিনি । ১৯৭৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)-এর সভাপতির দায়িত্ব পালন করেন রাহুল বাজাজ।

error: Content is protected !!