
দুয়ারে সরকার ক্যাম্প থেকে মুখ্যমন্ত্রীর ছবি সরানোর নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের
সামনে রাজ্যের ১০৮ পুরসভায় নির্বাচন। তার আগে রাজ্যের ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে বড়সড় নির্দেশিকা দিল রাজ্য নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা যাবে না এই শিবিরে। এমনই জানিয়ে দিল কমিশন। কোনও মন্ত্রীও শিবিরে যেতে পারবেন না। তবে নাগরিক পরিষেবায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে কাজ হবে, তাতে কোনও অসুবিধা নেই বলে জানিয়েছে কমিশন।