গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জন রোগীর। তবে দৈনিক সংক্রমণ অস্বস্তি বাড়ালেও স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার। সংক্রমণের হার এক দশমিক ১৮ শতাংশ। দীর্ঘদিন বাদে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ হাজারের গণ্ডির নিচে নেমেছে।