
উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা, শোকাহত প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি
উত্তরপ্রদেশের কুশিনগরে বিয়েবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন নমো ৷ প্রধানমন্ত্রী তাঁর টুইটে লিখেছেন, “উত্তরপ্রদেশের কুশিনগরের দুর্ঘটনা হৃদয়বিদারক ৷ এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷ যাবতীয় সাহায্যের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন ৷”

মৃতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ এই ঘটনায় মর্মাহত রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও ৷ রাষ্ট্রপতি ভবনের তরফে টুইটে লেখা হয়েছে, “উত্তরপ্রদেশের কুশিনগরের দুর্ঘটনা মহিলা ও শিশু-সহ এতজনের মৃত্যুর খবরে শোকাহত ৷ এই দুঃখজনক ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ৷” বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কুশিনগরে ৷ আচমকা কুয়োয় পড়ে গিয়ে প্রাণ হারান ১৩ জন ৷ নেবুয়া নৌরঙ্গিয়া থানা এলাকায় জনৈক পরমেশ্বর কুশওয়াহার বাড়িতে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের সময় কুয়োর একটি স্ল্যাবে বসেছিলেন বেশ কয়েকজন মহিলা ৷ তবে অত্যধিক চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই স্ল্যাব ৷ কুয়োয় পড়ে যান অনেকে ৷