গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। সিবিআই অনুসন্ধান সহ চাকরি বাতিলের নির্দেশের ওপর এই স্থগিতাদেশ জারি করল আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। আদালতের তরফে জানানো হয়েছে, মামলার আবেদন পত্রে সামান্য ত্রুটি রয়েছে। এই মামলায় কমিশন এবং পর্ষদকে পার্টি করা হয়নি। তাদেরও পার্টি করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।

error: Content is protected !!