
গরু পাচার কাণ্ডে দিল্লিতে গ্রেফতার এনামুল হক
গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হককে দিল্লি থেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শনিবারই তাঁকে আদালতে তোলা হচ্ছে। জানা গিয়েছে, গরু পাচার কাণ্ডে তদন্তের স্বার্থে এনামুলকে নিজেদের হেফাজতে নিতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একুশের বিধানসভা ভোটের আগে কয়লা ও গরু পাচার কাণ্ডে অত্যন্ত সক্রিয় হতে দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। চলে একাধিক ধরপাকড়। জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কিছু বিশিষ্টকে। এ দিকে এর আগেও এনামুলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সীমান্ত বাহিনীর কমান্ডারকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি, গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে বিএসএফ জওয়ান সতীশ কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই উঠে আসে এই এনামুলের নাম।